কুষ্টিয়ার দৌলতপুরে মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে উপজেলা চেয়ারম্যান বুলবুল আহমেদ টোকেন চৌধুরী চেক বিতরণ করেছেন। ২৭ জুন বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে উপস্থিত মাদ্রাসার শিক্ষকদের হাতে চেক তুলে দেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, দৌলতপুর সমাজসেবা কর্মকর্তা মো. তৌফিকুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. কামরুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান ইকফাত আরা জলি কবিরাজসহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ।
তারাগুনিয়া মাদ্রাসার ৩০জন এতিম ছাত্র, বড়গাংদিয়া মাদ্রাসার ১৭জন এতিম ছাত্র, মহিষকুন্ডি মাদ্রাসার ১০জন এতিম ছাত্র ও ফিলিপনগর মাদ্রাসার ১৫জন এতিম ছাত্রদের জন্য বরাদ্দ হওয়া অর্থের চেক তুলে দেন দৌলতপুর উপজেলা চেয়ারম্যান বুলবুল আহমেদ টোকেন চৌধুরী। এসময় তিনি মাদ্রাসার শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, এতিম ছাত্রদের জন্য বরাদ্দ হওয়া প্রাপ্ত অর্থ যেন এতিম শিক্ষার্থীরা পাই বা ভোগ করতে পারে সে বিষয়টি অবশ্যই বিবেচনায় রাখবেন। কারণ এতিমদের জন্য বরাদ্দ হওয়া সরকারী অর্থ বা সুযোগ সুবিধা অনেক সময় এতিম শিশুরা বঞ্চিত হয়। এক্ষেত্রে যেন না ঘটে সেদিকটি নজরে রাখবেন। পাশাপাশি এতিম শিক্ষার্থীদের সাহায্যে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি।