• আপডেট টাইম : 16/06/2024 12:15 PM
  • 140 বার পঠিত
  • শরীফুল ইসলাম,কুষ্টিয়া
  • sramikawaz.com

আর একদিন পরেই কোরবানীর ঈদ বা ঈদুল আযহা। তাই শেষ মুহুর্তে ব্যস্ত সময় পার করছেন কোরবানীর পশু ক্রেতা বিক্রেতারা। দাম নিয়েও ছিল তাদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া।

 ১৫ জুন শনিবার ছিল কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা পশুহাট। এ পশুহাটে জমজমাট অবস্থা দেখা গেছে। তবে সীমান্তবর্তী উপজেলা হওয়া সত্বেও এখানে দেখা মিলেনি ভারতীয় গরুর। ছোট বা বড় খামারী এবং প্রান্তিক পর্যায়ের কৃষকদের লালন পালন করা দেশীয় নানা প্রজাতির ছোট বড় গরুর সমাগম ছিল বেশী এ হাটে। দাম নিয়েও ক্রেতা-বিক্রেতাদের মাঝে সন্তোষ্টি অসন্তোষ্টি লক্ষ্য করা গেছে। তারপরও পছন্দের কোরবানীর পশুটি ক্রয় করে আনন্দ বাড়ি ফিরতে দেখা গেছে ক্রেতাদের। ৮০ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা মূল্যের পশু বিক্রয় হতে দেখা গেছে বেশী। তবে বড় মাপের গরু বিক্রয় কম হয়েছে। ফলে বড় গরু পালনকারীরা খামারী বা কৃষকদের অসন্তোষ্টি বা ক্ষোভ নিয়ে বাড়ি ফিরতে হয়েছে। ছাগলও বিক্রয় হয়েছে বেশী। দাম তুলনামূলকভাবে সহনীয় বা হাতের নাগালে ছিল।

শনিবার আল্লারদর্গা পশুহাটে কোরবানীর পশু ক্রয় করেছেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের এমপি আলহাজ্ব রেজাউল হক চৌধুরী। তিনি তীব্র ও ভ্যাপসা গরমের মধ্যে ঘুরে ঘুরে নিজেই পছন্দের কোরবানীর পশু ক্রয় করেছেন। একইভাবে কোরবানীর পশু ক্রয় করেছেন দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বুলবুল আহমেদ টোকেন চৌধুরী। তিনিও পশুহাটের এক প্রাপ্ত থেকে অপরপ্রাপ্ত ঘুরে পছন্দের কোরবানীর পশু ক্রয় করেছেন। গতকাল সরোজমিনে পশুহাটে গিয়ে জমজমাট পশুহাটে কোরবানীর পশু ক্রয় বিক্রয়ের এ চিত্র লক্ষ্য করা গেছে। কোরবানীর পশুটি রোগাক্রান্ত বা অসুস্থ কিনা তা দেখভাল করেছে দৌলতপুর প্রাণী সম্পদ দপ্তরের কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...