• আপডেট টাইম : 14/06/2024 01:18 PM
  • 135 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

বেতন-বোনাসের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন চান্দিনার ডেনিম প্রসেসিং প্লান্ট গার্মেন্টসের শ্রমিকরা।

১৪ জুন শুক্রবার সকাল ১১টায় বেলাশহর এলাকায় এ অবরোধ শুরু হয়।

এতে মহাসড়কের উভয়দিকে যানজট সৃষ্টি হয়। এতে বিপাকে পড়েন ঈদে ঘরমুখো মানুষ।
শ্রমিকদের দাবি, চান্দিনার বেলাশহর এলাকার ডেনিম প্রসেসিং প্লান্ট নামের এ গার্মেন্টসটিতে প্রায়ই শ্রমিকদের বেতন আটকে রাখা হয়। ঈদুল আজহার মাত্র তিনদিন বাকি, কিন্তু এখনো বেতন-বোনাস দেওয়া হয়নি। শ্রমিকরা দুই মাসের বেতন ও বোনাস পাননি।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ বলেন, শ্রমিকরাদের বুঝিয়ে বেলা সোয়া ১২টার দিকে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এক ঘণ্টার বেশি সময় ধরে অবরোধ থাকায় যানজটের সৃষ্টি হয়। এখন যান চলাচল শুরু হয়েছে।


এর আগেও বেতন-বোনাসের দাবিতে একাধিকবার মহাসড়ক অবরোধ করেছেন ডেনিম গার্মেন্টসের শ্রমিকরা।

বানি২৪/জা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...