• আপডেট টাইম : 08/05/2024 08:04 PM
  • 120 বার পঠিত
  • শরীফুল ইসলাম,কুষ্টিয়া
  • sramikawaz.com

২৫ বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী। এ উপলক্ষ্যে   বিশ্বকবির স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে দু’দিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।

৭ মে  বুধবার দুপুরে শিলাইদহ কুঠিবাড়ী মঞ্চে অনুষ্ঠানের উদ্বোধন করেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের এমপি মাহবুবউল আলম হানিফ।

কুষ্টিয়া জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য মো. আবদুর রউফ, কু্িষ্টয়া পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রকিব।

এর আগে জাতীয় সংগীতের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।

এদিকে দু’দিনের উৎসবকে ঘিরে রবীন্দ্রপ্রেমী ও দর্শনার্থীদের পদভারে মুখর এখন কুঠিবাড়ীর আঙিনা।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সহযোগিতায় ও কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে দুইদিনের অনুষ্ঠানের মধ্যে রয়েছে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক।

এছাড়াও উৎসবকে ঘিরে বসেছে গ্রামীন মেলা। আর এ উৎসবকে নির্বিগ্ন করতে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...