• আপডেট টাইম : 08/05/2024 08:00 PM
  • 57 বার পঠিত
  • শরীফুল ইসলাম,কুষ্টিয়া
  • sramikawaz.com

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কুষ্টিয়ায় দুটি উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষে চলছে গণনা। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে সকাল ৮টা থেকে কুষ্টিয়া সদর ও খোকসা উপজেলা পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয় এবং তা চলে বিকাল ৪টা পর্যন্ত। তবে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল অনেক কম।
এবার সদর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে দুইজন, ভাইস চেয়ারম্যান পদে দুইজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। এছাড়াও খোকসা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেছেন। কুষ্টিয়া সদর উপজেলায় মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২০ হাজার ৮৩৩ জন এবং ভোট কেন্দ্র ১৪৫টি। আর খোকসা উপজেলায় ভোটের সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৮ জন এবং ভোট কেন্দ্র ৫০টি।
এখন ভোট গণনা চলছে। তবে এ রিপোর্ট লেভা পর্যন্ত কুষ্টিয়া সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান আতা সব কেন্দ্রেই বিপুল ভোটে এগিয়ে রয়েছেন বলে জানিাগেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...