• আপডেট টাইম : 28/04/2024 10:42 AM
  • 243 বার পঠিত
  • শরীফুল ইসলাম,কুষ্টিয়া
  • sramikawaz.com

কুষ্টিয়ার কুমারখালীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিপ্লব হোসেন (৪৫) ও সবুজ (২১) নামে ২জন নিহত হয়েছেন। আজ রোববার দুুপুর ১২টার দিকে কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের চাপড়া পশ্চিমপাড়া গ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহত বিপ্লব হোসেন কুষ্টিয়া সদর উপজেলার বাড়াদি উত্তরপাড়া এলাকার মৃত মুক্তার হোসেনের ছেলে এবং সবুজ পূর্বমিলপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কুমারখালী উপজেলার চাপড়া পশ্চিমপাড়া গ্রামে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই চালক রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হোন। তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিপ্লব হোসেনকে মৃত ঘোষণা করেন এবং আশংকাজনক অবস্থায় সবুজকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সবুজের মৃত্যু হয়।
কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আকিবুল ইসলাম আকিব জনান, বিপ্লব হোসেন মোটরসাইকেল যোগে কুমারখালী যাওয়ার পথে চাপড়া পশ্চিমপাড়া গ্রামে বিপরীত দিক থেকে আসা অপর একটি দ্রুতগামী মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু হয়।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...