• আপডেট টাইম : 25/03/2024 09:59 PM
  • 101 বার পঠিত
  • শরীফুল ইসলাম,কুষ্টিয়া
  • sramikawaz.com

এবার উদ্বোধনের মধ্যদিয়েই শেষ হয়েছে লালন স্মরণোৎসব। তাই অতৃপ্ত বাসনা ও মনের যাতনা নিয়ে আজ সোমবার সাঁইজির আখড়াবাড়ি ছেড়ে যাচ্ছেন সাধুর। প্রতি বছর ৩দিন ধরে এ উৎসব চললেও এবার পবিত্র রমজান মাসের কারণে কমানো হয় উৎসবের পরিধি। উৎসবের পরিধি কমলেও পূর্ণাঙ্গ সাধুসঙ্গ অনুষ্ঠান না হওয়াতে সাধুদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। তবে ১লা কার্ত্তিক লালন সাঁইজির তিরোধান দিবস উৎসবে সাঁইজির আখড়াবাড়িতে সাধুদের মিলন মেলায় যোগ দিবে এমন বাসনা নিয়ে ফিরে যাচ্ছেন তারা নিজ নিজ ধামে।
লালন সাঁইজি তাঁর জীবদ্দশায় শিষ্যদের নিয়ে দোল পূর্নিমা রাতে ছেঁড়িয়ার কালীগঙ্গা নদীর তীরে রাতভর ভাবতত্ব কথা আলোচনা ও বাণী পরিবেশন করতেন। তাঁর মৃত্যুর পরও ভক্তবৃন্দ-শিষ্যরা বিশেষ এ দিনটি পালন করে আসছেন যুগ যুগ ধরে।
তবে এবার পবিত্র রমজান মাসের কারণে এ উৎসবে ছেদ পড়ে। রোববার বিকেলে ঘরোয়া পরিসরে কেবল উদ্বোধনী আলোচনা সভার মধ্যেই সীমাবদ্ধ ছিল এ উৎসব।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...