• আপডেট টাইম : 22/03/2024 05:51 PM
  • 38 বার পঠিত
  • শরীফুল ইসলাম,কুষ্টিয়া
  • sramikawaz.com

গরুরমাংসবিক্রয়কার্যক্রমেরউদ্বোধনকরাহয়েছে। আজবৃহস্পতিবারসকাল৯টায় শহরের পৌরবাজারে এ কার্যক্রমেরউদ্বোধনকরাহয়। জেলাপ্রাণীসম্পদ অফিসেরআয়োজনেএকার্যক্রমেরউদ্বোধনকরেন কুষ্টিয়া অতিরিক্ত জেলাম্যাজিস্ট্রেট (এডিএম) আব্দুলওয়াদুদ। এসময়কুষ্টিয়া সদরউপজেলানির্বাহীঅফিসার পার্থ প্রতিমশীল, জেলাপ্রাণীসম্পদ কর্মকর্তাডা. মো.আলমামুন হোসেনসহমাংস বিক্রেতা ও ভোক্তারা উপস্থিত ছিলেন।আজ থেকে পৌরবাজারেরএকটিমাংসের দোকানেপ্রতিদিন ৬৭০টাকা কেজি দরেগরুরমাংসবিক্রি করাহবে। সুলভ মূল্যে মাংস ক্রয় করতে পেরে বেশখুশি ভোক্তারা।
উল্লেখ্য, দীর্ঘদিনধরেকুষ্টিয়ারবাজারগুলোতেগরুরমাংস ৭৫০ টাকা কেজি দরেবিক্রি হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...