• আপডেট টাইম : 10/03/2024 10:16 PM
  • 27 বার পঠিত
  • শরীফুল ইসলাম,কুষ্টিয়া
  • sramikawaz.com

কুষ্টিয়ায় ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। কড়া নিরাপত্তার মধ্যদিয়ে জেলার দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনের ৯টি কেন্দ্রে আজ শনিবার সকাল ৮টা থেকে ভোটারদের ¯^তঃস্ফূর্ত অংশগ্রহণে ভোট গ্রহণ শুরু হয়। ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে মোট ভোটার রয়েছেন ২৫হাজার ৮৪৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ২১২ জন এবং নারী ভোটার ১২ হাজার ৬৩৪ জন। বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন অবাঁধ ও সুষ্ঠভাবে সম্পন্ন করতে প্রশাসন তৎপর রয়েছেন। মোতায়েন করা হয়েছে ৩জন ম্যাজিষ্ট্রেট ও এক প্লাটুন বিজিবি। পুলিশ, র‌্যাব ও আনছার সদস্যরা নির্বাচনী এলাকায় সার্বক্ষনিক টহলে রয়েছেন। সকাল থেকে নারী ও পুরুষ ভোটারদের লাইনে দাড়িয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে দেখা গেছে। সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে দিতে পেরে তারা সন্তোষ প্রকাশ করেছেন।
উপ-নির্বাচনে সাবেক চেয়ারম্যান মো. জামিরুল ইসলাম বাবু আনারস প্রতীকে, মো. আব্দুল মান্নান বিশ্বাস রানা ঘোড়া প্রতীকে, মো. ফারুক আলম পান্না মোরসাইকেল প্রতীকে এবং মো. মেহেদী হাসান মাষ্টার চশমা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করছেন। তারা প্রত্যেকেই জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী বলে জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...