• আপডেট টাইম : 07/03/2024 08:34 PM
  • 204 বার পঠিত
  • শরীফুল ইসলাম,কুষ্টিয়া
  • sramikawaz.com

পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে যথাযথ মর্যাদায় কুষ্টিয়ায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার সকাল ৯টায় কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয় চত্বরে কুষ্টিয়া অতিরিক্ত জেলা প্রশাসক নাসরিন বানুর নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তাগণ ¯^াধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ভাষ্কর্য্যে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. ওয়াদুদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. কাউছার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতীম শীলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ছিল বাঙ্গালীর মুক্তির ডাক। এ ভাষণে শোষিত, বঞ্চিত ও মুক্তিকামী মানুষকে চিরকাল অনুপ্রেরণা জুগিয়ে যাবে।
এছাড়াও জেলার বিভিন্ন উপজেলাতেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...