• আপডেট টাইম : 05/03/2024 03:25 AM
  • 50 বার পঠিত
  • শরীফুল ইসলাম,কুষ্টিয়া
  • sramikawaz.com

কুষ্টিয়ায়স্বা স্থ্য বিভাগ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে দু’টি ডায়াগনস্টিক সেন্টারকে ১ল ক্ষটাকা জরিমানা করা হয়েছে। আজ রবিবার (৩ মার্চ) দুপুরে শহরের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অভিযানে বাহার ডায়াগনস্টিক সেন্টার এবং রয়েল ডায়াগনস্টিক সেন্টার ও প্রাইভেট ক্লিনিক নামে দু’টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার করে মোট ১লক্ষ টাকা জরিমানা করা হয়।
অভিযানে কুষ্টিয়া সিভিল সার্জন ডা. মো. আকুল উদ্দিন সহ ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কুষ্টিয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল জানান, কুষ্টিয়া সিভিল সার্জন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অবৈধ ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে যৌথ অভিযানে নেমেছি। অনিয়ম, অব্যবস্থাপনা ও কাগজপত্র না থাকায় দু’টি প্রতিষ্ঠানকে ১লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে তিনি উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...