• আপডেট টাইম : 28/02/2024 11:39 PM
  • 258 বার পঠিত
  • শরীফুল ইসলাম,কুষ্টিয়া
  • sramikawaz.com

কুষ্টিয়ার দৌলতপুরে র‌্যাবের অভিযানে ১ হাজার ৯৩৬ বোতল ফেনসিডিল (যার আনুমানিক মূল্য ৫৮ লক্ষ ৮হাজার টাকা), ১টি বিদেশী পিস্তল, ৮ রাউন্ড গুলি. ২টি হাসুয়া এবং মাদক বিক্রয়ের নগদ ৯৯ হাজার টাকা সহ মোছা. শেফালী খাতুন (৫০) নামে একজন নারী মাদক স¤্রাজ্ঞী আটক হয়েছে। মঙ্গলবার দুপুর ২.১০টায় দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের সীমান্ত সংলগ্ন খাজিরাথাক গ্রামে অভিযান চালিয়ে মাদক ও অস্ত্র সহ তাকে আটক করা হয়। আটক মাদক স¤্রাজ্ঞী শেফালী খাতুন একই গ্রামের ওমর বেপারী স্ত্রী। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় র‌্যাব-১২ কুষ্টিয়া কার্যালয়ে প্রেস ব্রিফিং করে এ তথ্য নিশ্চিত করেন ক্যাম্পের কমান্ডার এম আবুল হাশেম সবুজ।
এসময় তিনি বলেন আটক নারী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। মাদক ব্যবসার কাজে দেশীয় অস্ত্রের পাশাপাশি বিদেশী অস্ত্রও ব্যবহার করছিল সে। এছাড়াও সে কুষ্টিয়া, পাবনা এবং রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় অভিনব কায়দায় মাদক ব্যবসা করে আসছিল। মাদক ও অস্ত্র সহ আটক মাদক স¤্রাজ্ঞীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...