• আপডেট টাইম : 25/02/2024 01:28 AM
  • 85 বার পঠিত
  • শরীফুল ইসলাম,কুষ্টিয়া
  • sramikawaz.com

কুষ্টিয়ার দৌলতপুরে শিশুদের বিরোধ ও ঝগড়া বিবাদ নিয়ে অভিভাবকরা সংঘর্ষে জড়িয়েছেন। সংঘর্ষে প্রতিপ¶ের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন আরাফাত হোসেন (৫৫) নামে একজন অভিভাবক। বর্তমানে তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সংঘর্ষের ঘটনায় পুলিশ ৪জনকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদী গ্রামে মন্ডল ও দফাদার পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হলে এলাকায় সাধারণ মানুষে মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও দৌলতপুর থানার এসআই দীপঙ্কর দাস বলেন, বাহিরমাদী গ্রামে পরিবারের শিশুদের বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের অভিভাবকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের ঘটনায় ২২জনের নাম উল্লেখ সহ ২৫ থেকে ৩০ জনকে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করা হয়েছে। মামলার ৪ জন এজাহার নামীয় আসামী সাজিদ হাসান জাপান (৩৫), রনি হোসেন (২৪), ছিদ্দিক মন্ডল (৪৫) ও পাঞ্জু দফাদার (৪০) কে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থল থেকে বোমা বিস্ফোরিত বোমার আলামত ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

 

 

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...