• আপডেট টাইম : 18/01/2024 02:22 AM
  • 102 বার পঠিত
  • শরীফুল ইসলাম,কুষ্টিয়া
  • sramikawaz.com

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে মোছা. ময়না খাতুন (৩৭) নামে যাবজ্জীবন কারাদন্ডের এক নারী আসামী গ্রেফতার হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে ঢাকা জেলার সাভার থেকে তাকে গ্রেফতার করে কুষ্টিয়া র‌্যাব। আজ বুধবার দুপুরে প্রেস ব্রিফিং করে তা জানানো হয়।
কুষ্টিয়া র‌্যাব ক্যাম্পের কমান্ডার জানান, ২০১৫ সালের ৪ সেপ্টেম্বর কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার নওদাপাড়া গ্রামে হেরোইন ক্রয় বিক্রয়ের সময় মোছা. ময়না খাতুন পুলিশে হাতে আটক হয়। এ ঘটনায় ভেড়ামারা থানায় ময়না খাতুনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে ভেড়ামারা থানা পুলিশ। মামলার বিচার কার্যক্রম শেষে ২০২১ সালের ২৮ নভেম্বর কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদন্ড দেন। ৭ মাস জেল খেটে জামিনে মুক্তি পেয়ে গা ঢাকা দেয় ময়না খাতুন। জেল থেকে মুক্তি পাওয়ার পর প্রথম ¯^ামীকে তালাক দিয়ে সে ঢাকায় গিয়ে বিবাহ করেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানিক দল সাভারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার। পরে আজ বুধবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে ঘটনাটি অবগত করার পর ময়না খাতুনকে করাগারে প্রেরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...