• আপডেট টাইম : 06/01/2024 10:56 PM
  • 88 বার পঠিত
  • শরীফুল ইসলাম,কুষ্টিয়া
  • sramikawaz.com

কুষ্টিয়ায় কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে। আজ শনিবার বেলা ১১টা থেকে জেলার বিভিন্ন কেন্দ্রে ব্যালট বাক্স, সিল, প্যাডসহ নির্বাচনী সরঞ্জাম সরবরাহ শুরু হয়। কুষ্টিয়ার ৪টি সংসদীয় আসনে মোট ৫৭৮টি কেন্দ্রে জেলার ৬টি উপজেলা থেকে নির্বাচনী সরঞ্জাম প্রেরণ করা হয়। এরমধ্যে ২৪৬টি কেন্দ্রে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে। এ কেন্দ্রেগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। তবে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে স্ব স্ব কেন্দ্রে ব্যালট পেপার যাবে আগামীকাল রোববার ভোটের দিন সকাল ৮টার আগে। নির্বাচন চলাকালীন সময়ে নির্বাচনী যে কোন সহায়তার জন্য জরুরী সেবা ৯৯৯ ব্যবহারের নিদের্শনা দেওয়া হয়েছে। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃক্সখলা পরিস্থিতি ¯^াভাবিক রাখতে এরই মধ্যে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে নেমেছে ৪প্লাটুন বিজিবি সদস্য, সরকারি নির্দেশনা অনুযায়ী নির্বাচনের মাঠে থাকবে সেনা সদস্যরাও।
জেলায় মোট ভোটার ১৬ লক্ষ ৪৩ হাজার ৯১২জন। এরমধ্যে পুরুষ ভোটার ৮লক্ষ ২২হাজার ৫১৬জন এবং নারী ভোটার ৮লক্ষ ২১ হাজার ৩৮৮জন।
৪টি আসনে ¯^তন্ত্র প্রার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৩১জন নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করছেন। এরমধ্যে ২জন প্রার্থী নির্বাচন থেকে সরে দাড়িয়েছেন। এদিকে নির্বাচনকে সুষ্ঠ ও শান্তপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন সবধরণের প্রস্তুতি নিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...