• আপডেট টাইম : 10/12/2023 06:22 PM
  • 217 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

সিলেটের জাফলংয়ে বালুচাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (১০ ডিসেম্বর) ভোর ৫টার দিকে জাফলং চা-বাগান এলাকায় পিয়ান নদীতে এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম মানিক মিয়া (৫৭)। তিনি গোয়াইনঘাট উপজেলার মধ্য লাখেরপাড় গ্রামের মৃত ফিরোজ মিয়ার ছেলে।


স্থানীয়রা জানান, মানিক মিয়াসহ আরও কয়েকজন শ্রমিক পিয়াইন নদীর পাড়ে গর্ত থেকে বালু উত্তোলন করছিলেন। একপর্যায়ে বালুচাপা পড়েন মানিক মিয়া। এসময় তার সঙ্গে থাকা শ্রমিকরা উদ্ধার করে জৈন্তাপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...