• আপডেট টাইম : 22/11/2023 01:16 AM
  • 148 বার পঠিত
  • শরীফুল ইসলাম,কুষ্টিয়া
  • sramikawaz.com

কুষ্টিয়ার দৌলতপুরে জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা বিভিন্ন সরকারী দপ্তর ও স্থাপনা পরিদর্শন করেছেন। আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি সরকারী দপ্তরসমুহ ও স্থাপনা পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহ, দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীদুল ইসলাম ও দৌলতপুর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান। জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা প্রথমে দৌলতপুর থানা পরিদর্শন করেন। এসময় দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম ও দৌলতপুর থানার ওসি (তদন্ত) রাকিবুল হাসান সহ দৌলতপুর থানার অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। পরে তিনি দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কিছু সময় অবস্থান করেন। এরপর দুপুর ১২টায় জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন করেন। এসময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম হক চৌধুরী, ইউনিয়ন পরিষদের সচিব সাইদুর রহমান, ইউপি সদস্যগণ সহ দপ্তর সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ইউনিয়ন পরিষদ পরিদর্শনকালে জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজাকে আল্লারদর্গা বাজারের বিভিন্ন সমস্যা ও জনদূর্ভোগ সহ হোগলবাড়িয়া ইউনিয়ন পরিষদের বিভিন্ন সমস্যার সম্পর্কে অবহিত করা হয়। ইউনিয়ন পরিষদ পরিদর্শন শেষে জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা সোনাইকুন্ডিস্থ হোগলবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিস ও সোনাইকুন্ডি আশ্রয়ন প্রকল্প এলাকা পরিদর্শন করেন। এসময় হোগলবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিস চত্বরে একটি নারিকেল গাছের চারা রোপন করেন এবং সোনাইকুন্ডি আশ্রয়ন প্রকল্প এলাকাবাসীর মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...