• আপডেট টাইম : 10/11/2023 01:25 AM
  • 85 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

পোশাক শ্রমিকদের বিক্ষোভে বৃহস্পতিবার দুপুরের পর ফের উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের কোনাবাড়ী শিল্পাঞ্চল। বেলা ৩টার দিকে কাঠের ও প্লাস্টিকের টুল ফেলে টাঙ্গাইল মহাসড়ক বন্ধ করে রাখার চেষ্টা করেন তারা।

আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দিয়ে সড়ক স্বাভাবিক রাখার চেষ্টা করে। এ সময় পুলিশকের দিকে ইট-পাটকেল ও জুতা ছুড়ে মারেন বিক্ষুব্ধ শ্রমিকরা।


পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।
এর আগে সকালে নগরীর নাওজোড়, বাসন সড়ক, রওশান সড়ক ও জরুন এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ করেন শ্রমিকরা। সেখানেও বেলা সাড়ে ১০টার দিকে শ্রমিক পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার এবং টিয়ারসেল নিক্ষেপের ঘটনা ঘটে।

নতুন মজুরি কাঠামো প্রত্যাখ্যান করে সর্বনিম্ন ২৩ হাজার টাকা করার দাবিতে গত ২৩ অক্টোবর থেকে বিক্ষোভ করে গাজীপুরের পোশাক শ্রমিকরা।


এক ঘটনায় পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন দুই শ্রমিক।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...