• আপডেট টাইম : 09/11/2023 02:35 PM
  • 138 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক , সাভার :
  • sramikawaz.com

 

সাভারের আশুলিয়ায় ডেবোনিয়ার গ্রুপের অরবিটেক্স নীটওয়্যার লিমিটেড কারখানার ৪৫ জন শ্রমিক অসুস্থ হয়ে পরেছেন। কারখানায় কাজ করার সময় তারা অসুস্থ হলে তাদের আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে নেয়া হয়।

আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক কৌশিক বাশার বলেন, অসুস্থদের চিকিৎসা দেয়া হচ্ছে। অসুস্থতার প্রকৃত কারণ এখনই বলা সম্ভব নয়। তবে প্রাথমিকভাবে এটি গণ-মনস্তাত্ত্বিক সমস্যা বলে মনে হচ্ছে।

আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে কর্মকর্তারা জানান, ৮ অক্টোবর বুধবার সন্ধ্যা ৬ টার দিকে আশুলিয়ার গোরাট এলাকার অরবিটেক্স নীটওয়্যার লিমিটেড কারখানায় শ্রমিকরা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে অসুস্থ শ্রমিকদের হাসপাতালে আনা হয়।


নাম প্রকাশে অনিচ্ছুক অসুস্থ এক শ্রমিক বলেন, সকাল থেকে দূপুরের মধ্যাহ্ণ বিরতি পর্যন্ত আমরা কাজ করি। এরপর খাবার খেয়ে গার্মেন্টসে গিয়ে ২ ঘন্টা কাজ বন্ধ রাখি। সাড়ে ৪ টা পর্যন্ত কাজ বন্ধ ছিলো। এরপর জোর কইরা আমাদের কাজ ধরাইছে। আমরা কাজ করতেছি সাড়ে ৫ টার দিকে গ্যাস ছারছে না কি ছারছে জানিনা সবাই মাথা ঘুরাইয়া অজ্ঞান হয়ে যাই।


অপর একজন পোশাক শ্রমিক বলেন, সবাই কইতাছে মাথা ঘুরতাছে। বলার পর আবার পরে গিয়ে কি হইছে আর জানিনা। আমরা কাজ করতে ছিলাম। সবাই কইতাছে মাথা ঘুরে কেন, মাথা ঘুরে কেন। এরপর মেশিনে হেলান দিয়া অসুস্থ হয়ে পরে।


কারখানার প্রশাসনিক কর্মকর্তা সোহেল রানা বলেন, কি কারণে এমন হলো আমরা এখনো জানতে পারি নাই। কোথাও কোন গ্যাস ছারা হয়নি। তিন তলার একটি ফ্লোরে এ ঘটনা ঘটে। মুজুরি বাড়ানোর দাবিতে ওরা কাজ বন্ধ করে। আমরা বুঝাইয়া ওদের কাজ করাই। এর আধাঘন্টা পর থেকেই এই সমস্যা হয়। কয়েকজন অসুস্থতার কথা বললে বাকিরা আতঙ্কে অসুস্থ হয়ে যান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...