• আপডেট টাইম : 09/11/2023 12:40 AM
  • 140 বার পঠিত
  • প্রেস বিজ্ঞপ্তি
  • sramikawaz.com

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) সভাপতি সহিদুল্লাহ চৌধুরী ও সাধারন সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম খান এক বিবৃতিতে পোশাক শিল্প সেক্টরের শ্রমিকদের জন্য সরকার ঘোষিত সাড়ে ১২ হাজার টাকা মজুরি অপ্রতুল উল্লেখ করে তা পুনর্বিবেচনা করার দাবী জানিয়েছেন।

নেতৃবৃন্দ বলেন, গত ৫ বছরে পোশাক শ্রমিকদের মজুরি বাড়েনি। তবুও বর্তমান বাজারদরের সাথে সামঞ্জস্য রেখে শ্রমিকদের প্রত্যাশা অনুযায়ী মজুরি বৃদ্ধি করা হয়নি। শ্রমিকরা দীর্ঘদিন যাবত সভা—সমাবেশ ও আন্দোলন সংগ্রামের মাধ্যমে বাজার পরিস্থিতি ও ক্রয়ক্ষমতা বিবেচনায় নিয়ে ন্যূনতম ২৩ হাজার টাকা মজুরি নির্ধারণের জন্য দাবী জানিয়ে আসলেও সরকার মালিকদের মতামতকে গুরুত্ব দিয়ে এই মজুরি নির্ধারণ করেছে। ঘোষিত মজুরীতে শ্রমিকদের আশা—আকাংখার প্রতিফলন ঘটেনি। জিনিসপত্রের দাম সবার জন্য সমান, তাই ঘোষিত মজুরিতে পরিবার পরিজন নিয়ে একজন শ্রমিকের বেঁচে থাকা কষ্টকর হবে।

নেতৃবৃন্দ সার্বিক বাজার পরিস্থিতি এবং মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে একটি গ্রহণযোগ্য মজুরি নির্ধারন করার জন্য সরকারের কাছে দাবী জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...