• আপডেট টাইম : 24/09/2023 03:28 AM
  • 301 বার পঠিত
  • শেখ হাসান আলী
  • sramikawaz.com

দব্য মুল্যের লাগামহীন উর্ধগতি ও গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে জীবন যাত্রার ব্যয় বেড়ে গেছে। এ অবস্থায় গার্মেন্টস শ্রমিকদের জন্য ৬৫% বেসিকসহ ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা ঘোষণার দাবী জানিয়েছে দেশের বৃহত্তর ৫শ্রমিক সংগঠন। 

শনিবার সংগঠনগুলো এক সভায় এ দাবি জানান। 

 সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাবেক মন্ত্রী  শাহজাহান খান এমপি।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক ফেডারেশন সভাপতি কামরুল আনাম ।  

সভার পরিচালনা করেন, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ ফরিদুল ইসলাম।

 বাংলাদেশ গার্মেন্টস এন্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আকতারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক সম্পাদক কাওছার আহাম্মেদ পলাশ, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন সভাপতি সালাউদ্দিন স্বপন প্রমুখ। 

বক্তারা বলেন, বর্তমানে দব্য মুল্যের লাগামহীন উর্ধগতি, গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধির কারনে শ্রমজীবীরা মানুষেরা দিসে হারা হয়ে পরেছে। যে কারণে গার্মেন্টস শ্রমিকদের জন্য ৬৫% বেসিকসহ নুন্যতম মজুরি ২৩ হাজার টাকা ঘোষণার দাবী জানান শ্রমিক নেতৃবৃন্দরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...