• আপডেট টাইম : 14/09/2023 03:52 PM
  • 304 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

রাজধানীর গুলশানে ৩৫ নম্বর রোডের একটি বাসায় এসি মেরামত করার সময় ১০তলা ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন, মো. রাজিব (১৯) ও সোহেল (৩০)। রাজীবের বাড়ি চাঁদপুর জেলার ও সোহেলের বাড়ি শেরপুর জেলায়।


বুধবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।

গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে গুলশানের ৩৫ নম্বর রোডের একটি বাসার নিচ থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, স্থানীয়দের মাধ্যমে জানা যায় ৩৫ নম্বর রোডের একটি ১০তলা বাসায় এসি মেরামতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...