• আপডেট টাইম : 31/08/2023 08:27 PM
  • 296 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

নাটোরের লালপুরে দাঁড়িয়ে থাকা লেগুনার পেছনে ট্রাকের ধাক্কায় সীমা খাতুন ২৫ নামের এক নারী ইপিজেড কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে নাটোর-পাবনা মহাসড়কের কদিমচিলান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।


নিহত সীমা খাতুন লালপুর উপজেলার কদিমচিলান গ্রামের মাজেদুল ইসলামের স্ত্রী ও ইশ্বরদী ইপিজেডের কর্মী।

বনপাড়া হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলিমুল ইসলাম বলেন, পাবনার ঈশ্বরদী ইপিজেডের ভাড়া করা একটি লেগুনা পাবনা-নাটোর মহাসড়কের কদিমচিলানে দাঁড়িয়ে ইপিজেডের কর্মীসহ যাত্রী তুলছিল। এ সময় পাবনাগামী একটি ট্রাক দাঁড়িয়ে থাকা লেগুনার পেছনে ধাক্কা দিলে লেগুনাটি সড়কের পাশে গর্তে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সীমা খাতুন নিহত হয়। আহতদের উদ্ধার করে বনপাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাক ও লেগুনা জব্দ করা হয়েছে। ট্রাকের চালক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
()

 

 

 

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...