• আপডেট টাইম : 26/08/2023 04:42 AM
  • 133 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

সিলেটে বেড়াতে যাওয়ার পথে নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানায় ৬ কর্মকর্তা নিহত ও চার কর্মকর্তা আহত হয়েছে। এ ঘটনায় সহকর্মীদের হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন কারখানাটির কর্মকর্তা-কর্মচারীরা।

শুক্রবার২৫ আগস্ট দুপুরে কারখানাটিতে গিয়ে দেখা গেছে, আশুলিয়ার ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) পেছনে বাইপাইল নতুন পাড়ার এস.বি নিটিং লিমিটেড কারখানা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ কারখানাটিতে সাপ্তাহিক ছুটি থাকলেও কারখানার সামনে সহকর্মীদের একনজর দেখতে এসেছেন অনেকে। মরদেহগুলো আসার জন্য অপেক্ষা করছিলেন তারা।

নিহত কর্মকর্তাদের মধ্যে পাঁচজন মার্চেনটাইজার। তারা হলেন- টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার মীর কুমুল্লী গ্রামের মোতাহের হোসেনের ছেলে মীর নাজমুল হক ওরফে সবুজ (৩০), গাজীপুরের কালিয়াকৈর থানার লতিফপুর গ্রামের আইয়ুব খানের ছেলে আল আমীন (২৭), ঝালকাঠির রাজাপুর থানার পারগোপালপুর গ্রামের আবদুল গনি হাওলাদারের ছেলে আল আমীন হাওলাদার (২৯), জামালপুরের সরিষাবাড়ী থানার ধারাবর্ষা গ্রামের দুদু মিয়ার ছেলে রাজু আহাম্মেদ (৩৬) ও বরিশালের মুলাদি থানার মুলাদি গ্রামের মো. মজিবর সিকদারের ছেলে রায়হান সিকদার ওরফে আরিয়ান (২৪)। এছাড়া মাদারীপুরের কালকিনি থানার উত্তর কৃষ্ণনগর গ্রামের তোফায়েল হাওলাদারের ছেলে আব্দুল আউয়াল (৩৭) ছিলেন কারখানাটির ফেব্রিক অফিসার।

এছাড়া নিহত আরেকজন কুষ্টিয়ার সদর থানার খাজানগর গ্রামের নুরু মোল্লার ছেলে বাবুল মোল্লা (৪০)। তিনি সিলেট ভ্রমণে এই কর্মকর্তাদের মেহমান ছিলেন।

এ ঘটনায় আহত সাকি, পারভেজ, দোয়েল ও মিঠুনও কারখানাটির মার্চেন্টাইজার। তারা রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এস.বি নিটিং লিমিটেড কারখানার উৎপাদন কর্মকর্তা (পিএম) মো. মোস্তাফিজুর রহমান বলেন, শুক্রবার বন্ধের দিন থাকায় বৃহস্পতিবার রাতে তারা সিলেটের মাজার জিয়ারত ও দর্ষণীয় স্থান ঘোরার জন্য রওনা হন। পথে নরসিংদীর ইটাখোলা এলাকায় সড়ক দুর্ঘটনায় ছয়জন কর্মকর্তা মারা যান। এ ঘটনায় আমাদের কারখানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থলে ছুটে গেছেন। তাদের মরদেহ সরাসরি কারখানায় নিয়ে আসা হবে। এখানেই তাদের জানাজা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...