• আপডেট টাইম : 28/07/2023 10:53 PM
  • 291 বার পঠিত
  • শরীফুল ইসলাম,কুষ্টিয়া
  • sramikawaz.com

কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের পৃথক অভিযানে অস্ত্র, গুলি ও ফেনসিডিলসহ আফজাল হোসেন (২৭) নামে একজন মাদক পাচারকারী আটক হয়েছে। সে উপজেলার সীমান্ত সংলগ্ন প্রাগপুর কারিগরপাড়া গ্রামের মহির উদ্দিনের ছেলে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে প্রাগপুর-ভেড়ামারা সড়কের আল্লারদর্গা বাজার সংলগ্ন হলুদবাড়িয়া তিনরাস্তার মোড়ে বটতলায় অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ মাদক পাচারকারী আফজাল হোসেনকে আটক করা হয়। পরে মোটরসাইকেল তল্লাশী করে ১৫বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। দৌলতপুর থানা পুলিশ সূত্র জানায়, মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে দৌলতপুর থানা পুলিশ আল্লারদর্গা বাজার সংলগ্ন হলুদবাড়িয়া তিনরাস্তার মোড়ে বটতলায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ভেড়ামারা গামী মোটরসাইকেলে থাকা ২জন মাদক পাচারকারী মোটরসাইকেল ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে মাদক পাচারকারী আফজাল হোসেন পুলিশের হাতে আটক হয় এবং অপর মাদক পাচারকারী পালিয়ে যায়। পরে মোটরসাইকেলের তেলের টাংকির নীচ থেকে ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। অপরদিকে একইদিন রাতে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের কল্যাণপুর বাজারে আলাউদ্দিনের গুদাম ঘরের পাশে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি সুটার গান ও ৩রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। পৃথক ঘটানায় দৌলতপুর থানায় মামলা হয়েছে।
মাদক ও অস্ত্র উদ্ধারের বিষয়ে দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে আল্লারদর্গা হলুদবাড়িয়া ও কল্যাণপুর বাজারে পৃথক অভিযান চালিয়ে ১৫বোতল ফেনসিডিলসহ একজন মাদক পাচারকারী আটক এবং ৩ রাউন্ড গুলিসহ দেশীয় তৈরী একটি সুটার গান উদ্ধার হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...