• আপডেট টাইম : 25/07/2023 08:09 PM
  • 276 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

রাজধানীর চকবাজারের রহমতগঞ্জে একটি ওয়ার্কশপে কাজ করার সময় মেশিনের সঙ্গে ব্যবহৃত গেঞ্জি গলায় পেঁচিয়ে রায়হান মিয়া (২০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে।

আঘাতপ্রাপ্ত অবস্থায় তাকে উদ্ধার করে বিকেল পাঁচটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালে নিয়ে আসা পাশের এক ওয়ার্কশপ শ্রমিক শাকিব হোসেন জানান, রায়হান রহমতগঞ্জের হান্নান ওয়ার্কশপের শ্রমিক।


তিনি সেখানেই থাকতেন। শুনেছি লোহা কাটা সেপার মেশিনের সঙ্গে গেঞ্জি পেঁচিয়ে গলায় আঘাতপ্রাপ্ত হয়ে তার মৃত্যু হয়।
ঢামেক পুলিশ ক্যাম্পের এএসআই মাসুদ মিয়া বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।


তিনি নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাপুর গ্রামের নুরু মিয়ায় ছেলে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...