• আপডেট টাইম : 11/07/2023 07:57 PM
  • 264 বার পঠিত
  • শরীফুল ইসলাম,কুষ্টিয়া
  • sramikawaz.com

কুষ্টিয়ার মিরপুরে পাটক্ষেত থেকে হাত-পা বাঁধা অবস্থায় আকরাম শেখ (৪৯) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১১জুলাই) দুপুরে উপজেলার পোড়াদহ ইউনিয়নের চিথলিয়া এলাকার পাটক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আকরাম শেখ উপজেলার উত্তর কাটাদহ রেলগেট এলাকার মোশারফ শেখের ছেলে।
মিরপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, চিথলিয়া এলাকার পাটক্ষেতের মধ্যে হাত-পা বাঁধা অবস্থায় আকরাম শেখের লাশ উদ্ধার করা হয়েছে। তার হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় ছিল। তবে তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা শেষে লাশ পাটক্ষেতে ফেলে রেখে যায়। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। তবে কি কারনে তাকে হত্যা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...