• আপডেট টাইম : 06/07/2023 08:43 PM
  • 290 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com


বগুড়া সারিয়াকান্দিতে বিদ্যুতায়িত হয়ে রতন মিয়া ২৫ নামের একজন ডেকোরেটর শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ৬ জুলাই সকালে উপজেলার কুতুবপুর মধ্যপাড়া গ্রামের আজিজার রহমান আপ্পু কসাইয়ের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রতন উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের জোরগাছা মধ্যপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রতন উপজেলার কুতুবপুর বাজার এলাকার রব্বানী ফকিরের ডেকোরেটরে শ্রমিক হিসেবে কাজ করতেন। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তিনি উপজেলার কুতুবপুর মধ্যপাড়া গ্রামের আজিজার রহমান আপ্পু কসাইয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে ডেকোরেশনের কাজ করতে যান। সেখানে কাজ করার একপর্যায়ে তিনি বিদ্যুতায়িত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সারিয়াকান্দি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম সুজন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সারিয়াকান্দি থানার উপপরিদর্শক (এসআই) হোসেন আলী বলেন, কোনো অভিযোগ না পাওয়ায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...