• আপডেট টাইম : 22/06/2023 01:53 AM
  • 355 বার পঠিত
  • শরীফুল ইসলাম,কুষ্টিয়া
  • sramikawaz.com

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের শীর্ষ মাদক ব্যবসায়ী ল্যাংড়া ফারুক ৫১বোতল ফেনসিডিল ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার হয়েছে। আজ বুধবার ভোর ৪টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের সীমান্ত সংলগ্ন ধর্মদহ গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় এবং উদ্ধার করা হয় ফেনসিডিল ও বিভিন্ন ধরণের দেশীয় অস্ত্র। মাদক ব্যবসায়ী ল্যাংড়া ফারুকের বিরুদ্ধে ৯টির বেশী মাদকের মামলা রয়েছে। সে একই ইউনিয়নের ধর্মদহ গ্রামের রুস্তুম ফকিরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাদক ক্রয় বিক্রয়ের গোপন সংবাদ পেয়ে দৌলতপুর থানার ওসি মজিবুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সীমান্ত সংলগ্ন ধর্মদহ গ্রামের শীর্ষ মাদক ব্যবসায়ী ল্যাংড়া ফারুকের বাড়িতে অভিযান চালায়। এসময় তার বাড়ি তল্লাশী করে ৫১ বোতল ফেনসিডিল ও বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রসহ ল্যাংড়া ফারুক (৪৫) কে গ্রেফতার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান জানান, ৫১ বোতল ফেনসিডিল ও বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রসহ সীমান্ত এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী ল্যাংড়া ফারুককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ৯টির বেশী মাদকের মামলা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...