• আপডেট টাইম : 19/05/2023 12:29 AM
  • 195 বার পঠিত
  • শরীফুল ইসলাম,কুষ্টিয়া
  • sramikawaz.com

কুষ্টিয়ায় র‌্যাবের পৃথক অভিযানে ফেনসিডিল ও টাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ জন আটক হয়েছে। এরমধ্যে জেলার দৌলতপুরে ১৮ বোতল ফেনসিডিলসহ মো. ইব্রাহিম (৩৫) নামে একজন মাদক ব্যবসায়ী আটক হয়েছে। আজ বৃহস্পতিবার রাত ৮.১০টায় উপজেলার খলিসাকুন্ডি গ্রামে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। সে পার্শ্ববতী মেহেরপুর জেলার গাংনী উপজেলার আকুবপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে।
র‌্যাব সূত্র জানায়, র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে র‌্যাবের আভিযানিক দল দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের খলিসাকুন্ডি গ্রামে মাদক বিরোধী অভিযান চালায়। এসময় ১৮ বোতল ফেনসিডিলসহ মো. ইব্রাহিমকে আটক করা হয়। পরে উদ্ধার করা মাদকের মূল্য ৩৬ হাজার টাকা নির্ধারণ করে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে দৌলতপুর থানায় সোপর্দ করেছে র‌্যাব।
অপরদিকে আজ বৃহস্পতিবার বিকেল ৫.৩০টায় র‌্যাবের একই অভিযানিক দল কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার বৈদ্যনাথপুর গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ৩০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মো. মোহবুল মন্ডল (৪১) নামে একজনকে আটক করেছে। সে চুয়াডাঙ্গা জেলার আলমযাঙ্গা উপজেলার রাইসা গ্রামের মৃত ফরমান মন্ডলের ছেলে। পরে তাকে ইবি থানায় সোপর্দ করেছে র‌্যাব।
এছাড়াও বুধবার রাত ৯.৩০টায় মুঠোফেনের মাধ্যমে জুয়া খেলার অপরাধে কুষ্টিয়া সদর উপজেলার মোল্লাতেঘরিয়া এলাকায় অভিযান চালিয়ে নগদ ১৩ হাজার টাকাসহ এস এম মাহামুদুল হাসান (৩৭) নামে একজনকে আটক করা হয়। সে একই এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। পরে তাকে কুষ্টিয়া সদর থানায় সোপর্দ করেছে র‌্যাব।

 

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...