মৌলভীবাজারের কুলাউড়ায় ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার ১৭ মে সকালে উপজেলার টিলাগাঁও ইউনিয়নে ঘটনাটি ঘটে। টিলাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান বিষয়টি নিশ্চিত করেছেন।
টিলাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালিক জানান, ইউনিয়নের লংলা চা বাগানের মৃত মদন কানুর ছেলে মতি কানু (৪০) বুধবার সকালে বাগানের পানিকুচি লেইক এলাকায় গরুর ঘাস কাটতে যান। এসময় বজ্রপাতের ঘটনা ঘটলে তিনি মারা যান। পরে পরিবারের সদস্যরা তার মরদেহ উদ্ধার করে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালেক বলেন, বজ্রপাতে একজন নিহত হওয়ার খবর পেয়েছি। নিহতের পরিবারের সদস্যরাও বলছেন বজ্রপাতে মৃত্যু হয়েছে। এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি