• আপডেট টাইম : 26/02/2023 08:28 PM
  • 287 বার পঠিত
  • শরীফুল ইসলাম কুষ্টিয়া
  • sramikawaz.com

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি মো. আব্দুল জব্বার পদোন্নতি পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে বদলি হয়েছেন। এ উপলক্ষে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে শুক্রবার রাত সাড়ে ৭টায় দৌলতপুর উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনের বিদায় সংর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের এমপি এ্যাড. সরওয়ার জাহান বাদশাহ্। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসারের অতিরিক্ত দায়িত্ব পাওয়া দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীদুল ইসলাম-এর সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক মো. আব্দুল জব্বার, দৌলতপুর উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য ও উপজেলা ভাইস চেয়ারম্যান সাক্কীর আহমেদ, দৌলতপুর উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সরকার আমিরুল ইসলাম, সহ-সভাপতি সরদার আতিয়ার রহমান, দৌলতপুর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও উপজেলা শিল্পকলা একাডেমির কোষাধ্যক্ষ মো. আব্দুল হান্নান এবং দৌলতপুর উপজেলা শিল্পকলা একাডেমির যুগ্ম-সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের এমপি এ্যাড. সরওয়ার জাহান বাদশাহ্ বলেন, দৌলতপুর উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে পদোন্নতি পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দৌলতপুর নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার বদলি হওয়ায় তার সংবর্ধনা সভাটি অনাড়াম্বর হলে এটি ভাবগাম্ভীর্যপূর্ণ সভায় পরিণত হয়েছে। বিদায় শব্দটি বেদনা ও কষ্টের হলেও এটি আনন্দের বিদায়। কারন তিনি পদোন্নতি নিয়ে উচ্চ পদের দায়িত্ব পেয়েছেন। আরো বৃহৎ পরিসরে কাজ করার সুযোগ হয়েছে তার। সরকারী কর্মকর্তা হিসেবে দৌলতপুর উপজেলায় নির্বাহী অফিসার হিসেবে ¯^প্ল সময় থাকলেও তার উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করেছেন মো. আব্দুল জব্বার। আমাদের মত জনপ্রতিনিধিদের পাশাপাশি সরকারী কর্মকর্তাদের কাজ করার অনেক সুযোগ রয়েছে। পরিকল্পনা প্রনয়ন থেকে শুরু করে তা বাস্তবায়ন পর্যন্ত একজন সরকারী কর্মকর্তা দেখভাল করে থাকেন। সে সুবাদে দৌলতপুরে ইউএনও হিসেবে আব্দুল জব্বার তার দায়িত্বটি যথাযথভাবে পালন করেছেন। আব্দুল জব্বারের সার্বিক সাফল্য কামনা করেন এমপি বাদশাহ্। সংবর্ধিত অতিথির বক্তব্যে মো. আব্দুল জব্বার বলেন, এমপি স্যারের পরামর্শ ও সহযোগিতা নিয়ে দৌলতপুরের উন্নয়ন সহ বিভিন্ন কার্যক্রম পরিচালান করেছি। এর যতটুকু সফলতা তার পরোটাই দৌলতপুরবাসীর। আর ব্যর্থতা থাকলে সেটা আমার। আমাকে যে দায়িত্ব দিয়ে দৌলতপুরে প্রেরণ করা হয়েছিল, সে দায়িত্বটা সততা ও নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করেছি। কতটা সফল হয়েছি তার বিবেচনা আপনাদের। আমি আমার সবটুকু দিয়ে দায়িত্ব ও কর্তব্য পালন করেছি। আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি, বিদায়কালে দৃড়তার বলতে চাই আমার বেতনের একটি অংশ হলেও দৌলতপুরবাসীর কল্যানে ব্যয় করেছি। অথচ তার অতিরিক্ত একটি টাকাও আমি সঙ্গে করে নিয়ে যাচ্ছিনা। এটা আমার অংকার। এসময় তিনি আবেগে আপ্লুত হয়ে পড়েন। সংবর্ধনা সভায় দৌলতপুর উপজেলা শিল্পকলা একাডেমির সকল সদস্য ও আমন্ত্রিত সুধীজন উপস্থিত ছিলেন। পরে সংবর্ধিত অতিথি মো. আব্দুল জব্বারের হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...