• আপডেট টাইম : 14/02/2023 11:46 PM
  • 228 বার পঠিত
  • শরীফুল ইসলাম কুষ্টিয়া
  • sramikawaz.com

কুষ্টিয়ায় নানা আয়োজনে বসন্ত উৎসব উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে কুষ্টিয়া শিল্পকলা একাডেমি চত্বরের বকুলতলায় অনুষ্ঠিত হয় বসন্তবরণের গান। একই সময় কুষ্টিয়া পৌর চত্বরে আয়োজন করা হয় বসন্তবরণ অনুষ্ঠানের। এছাও দৌলতপুর কলেজে বসন্ত উৎসব পালন করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত নানা আয়োজনের মধ্য দিয়ে বসন্ত উৎসব পালন করা হয়। দৌলতপুর কলেজের অধ্যক্ষ মো. ছাদিকুজ্জামান খান সুমন-এর সভাপতিত্বে বসস্ত উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ মো. আব্দুস সালাম সহ দৌলতপুর কলেজের সকল বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। সকাল ১০.৩০টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে বসন্ত উৎসব শুরু হলে উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি দৌলতপুর কলেজের অধ্যক্ষ মো. ছাদিকুজ্জামান খান সুমন। বসন্ত উৎসবে কবিতা আবৃত্তি, সংগীত ও নৃত্য পরিবেশন করা হয়। এতে অংশ নেন দৌলতপুর কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সরকার আমিরুল ইসলাম, প্রভাষক ফারজানা ববি লিনা, এস এ সঞ্চয় ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলা বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী শাহীন রেজা ও সানজিদা আক্তার আখি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...