ঐক্য ন্যাপ সভাপতি পঙ্কজ ভট্টাচার্য সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আসাদুল্লাহ তারেক এক শোক বার্তায় সংগঠনের কেন্দ্রীয় নেতা ও বরিশাল জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মাস্টারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।( আজ সাড়ে ৫টায় চিকিৎসাধীন অবস্থায় ৭৫ বছর বয়সে ঢাকায় ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নূরুল ইসলাম মৃত্যুবরণ করেন)
বিবৃতিতে আরো বলা হয়, ৬০ এর দশকের আয়ুব-ইয়াহিয়া বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যদিয়ে নূরুল ইসলাম গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় প্রগতিশীল-রাজনীতির ধারায় নিজেকে সম্পৃক্ত করেন এবং আজীবন দেশের গণতন্ত্রের লড়াইয়ে জনমত গঠনে সক্রিয় ভূমিকায় ছিলেন। তার মহাপ্রয়াণে আমরা একজন নীতিবান সহকর্মীকে হারালাম এবং দেশও জনগণ হারালো একজন সাহসী দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাকে।
আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকার্ত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।