• আপডেট টাইম : 03/02/2023 06:49 PM
  • 340 বার পঠিত
  • শরীফুল ইসলাম কুষ্টিয়া
  • sramikawaz.com

কুষ্টিয়ার গড়াই নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে হাসান (১৫) নামে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ রয়েছে। আজ শুক্রবার ০৩ ফেব্রয়ারী দুপুর পৌনে ১২টার সময় কুষ্টিয়া শহরতলীর মঙ্গলবাড়িয়া বাঁধ সংলগ্ন গড়াই নদীতে ডুবে ছাত্র নিখোঁজের ঘটনা ঘটেছে। নিখোঁজ হাসান কুষ্টিয়া শহরতলীর কমলাপুর এলাকার ওয়াজেদ আলী নূরানী হাফিজিয়া মাদ্রাসার হেফ্জ শাখার আবাসিক ছাত্র এবং কুষ্টিয়ার সে বটতৈল এলাকার রাশিদুল ইসলামের ছেলে।
গড়াই নদীতে গোসল করতে নামা নিখোঁজ ছাত্রের বন্ধু সহপাঠী আব্দুল আহাদ জানান, তারা ৪বন্ধু মিলে নদীতে গোসল করতে নামে। এসময় হাসান নদীতে ডুব দিয়ে নিখোঁজ হয়। তারা হাসানকে খুঁজে না পেয়ে আশপাশের লোকদের খবর দেয়। খবর পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিস দল নদীতে উদ্ধার অভিযানে নামে।
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানে আলম জানান, স্থানীয়দের সাথে নিয়ে ফায়ার সার্ভিস কর্মীরা নদীতে খোঁজাখুজি করছে। তবে নিখোঁজ কিশোর বেশিদূরে যেতে পারেনি বলে তার ধারণা। খুলনা থেকে ডুবুরি দলের সাথেও যোগাযোগ চলছে বলে তিনি জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার অভিযান চলামান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...