• আপডেট টাইম : 27/01/2023 05:02 PM
  • 380 বার পঠিত
  • শরীফুল ইসলাম, কুষ্টিয়া
  • sramikawaz.com

মাদক নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখায় কুষ্টিয়ার দৌলতপুরে ৩জন ইউপি চেয়ারম্যানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

২৬ জানুয়ারি বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়।


দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বারের সভাপতিত্বে সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন। বিশেষ অতিথি ছিলেন, দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীদুল ইসলাম, দৌলতপুর থানার ওসি (তদন্ত) মো. মোস্তাফা হাবিবুল্লাহ্, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাক্কীর আহমেদ ও মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া।


দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আশরাফুজ্জামান মুকুল সরকার, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খোয়াজ আলী ও পিয়ারপুর ইউনিয়ন পরিষদের সোহেল আহমেদ বুলবুলকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।


এসময় উপজেলার অন্যান্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও আমন্ত্রিত সুধীজন উপস্থিত ছিলেন।

 

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...