• আপডেট টাইম : 18/01/2023 08:21 PM
  • 425 বার পঠিত
  • শরীফুল ইসলাম কুষ্টিয়া
  • sramikawaz.com


কুষ্টিয়ার দৌলতপুরে এশিয়ান টিভি’র বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, কেক কাটা, শীতবস্ত্র ও পুরুস্কার বিতরণ করা হয়। এশিয়ান টিভির দৌলতপুর প্রতিনিধি সোহানুর রহমান শিপনের সভাপতিত্বে এশিয়ান টিভি’র দশম বর্ষপূর্তি ও একাদশ বর্ষে পদার্পন উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য এ্যাড. সরওয়ার জাহান বাদশাহ্। বিশেষ অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার, দৌলতপুর কলেজের অধ্যক্ষ মো. ছাদিকুজ্জামান খান সুমন, দৌলতপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শরীফ উদ্দিন রিমন, সহ-সভাপতি টিপু নেওয়াজ, দৌলতপুর আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সরদার মো. তৌহিদুল ইসলাম ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া। বক্তব্য রাখেন, এটিএন নিউজের কুষ্টিয়া প্রতিনিধি শরীফুল ইসলাম, দৈনিক সমকালের দৌলতপুর প্রতিনিধি আহমেদ রাজু ও আনন্দ টিভির জেলা প্রতিনিধি ফিরোজ কায়সার। অনুষ্ঠানটি পরিচালনা করেন, দৌলতপুর কলেজের বাংলা বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী শাহীন রেজা ও সানজিদা আক্তার আঁখি। আলোচনা শেষে আনুষ্ঠানিকভাবে কেক কাটা হয়। শেষে এশিয়ান টিভি’র বর্ষপূর্তি উপলক্ষে কোরআন তেলোয়াত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার ও শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে দৌলতপুরে সর্বস্তরের সাংবাদিকবৃন্দ, বিভিন্ন গণমাধ্যম সংগঠনের নেতৃবৃন্দ ও আমন্ত্রিত সুধীজন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...