• আপডেট টাইম : 16/01/2023 08:53 PM
  • 315 বার পঠিত
  • শরীফুল ইসলাম কুষ্টিয়া
  • sramikawaz.com

কুষ্টিয়ায় পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজানুর রহমান বলেছেন, গড়াই নদী ড্রেজিং এর মাধ্যমে সুন্দরবনের পরিবেশ রক্ষা এবং কৃষি কাজে ব্যবহারের জন্য মিঠা পানির উৎস ধরে রাখতে এই ড্রেজিং কর্যক্রম চালিয়ে যাচ্ছে সরকার। গড়াই নদী ড্রেজিং ও তীর সংরক্ষন কর্যক্রমের অনিয়মের বিষয় মন্ত্রণালয়ের তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
আজ রোববার বিকেলে কুষ্টিয়ায় গড়াই নদী ড্রেজিং ও তীর সংরক্ষন (২য় সংশোধিত) প্রকল্পের ড্রেজিং কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পরে গড়াই অফটেক এলাকায় বৃক্ষরোপন কর্মসূচীও উদ্বোধন করেন অতিরিক্ত সচিব মিজানুর রহমান।
এসময় পানি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোহাম্মদ লুৎফুর রহমান, খুলনা ড্রেজার বিভাগে প্রধান প্রকৌশলী (যান্ত্রিক) আবদুল ওয়াহাব, ফরিদপুর বাপাউবো পশ্চিমাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাজাহান সিরাজসহ কুষ্টিয়া পাউবো ও ভেড়ামারা ড্রেজার অপারেশন বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...