• আপডেট টাইম : 15/01/2023 11:41 PM
  • 202 বার পঠিত
  • শরীফুল ইসলাম কুষ্টিয়া
  • sramikawaz.com

কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম বলেছেন, সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মাদকমুক্ত সুস্থ ও সুন্দর সমাজ গড়া সম্ভব। তিনি বলেন, মাদকাসক্ত যুবসমাজ আজ বিপথগামী হচ্ছে। মদকের কবল থেকে যুবসমাজকে ফেরাতে না পারলে সমাজ, দেশ ও জাতি মেরুদন্ডহীন হয়ে পড়বে। তাই প্রশাসনের পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী সহ সর্বস্তরের জনগনকে মাদকমুক্ত সমাজ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বোয়ালিয়া নি¤œ মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম এসব কথা বলেন। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বারের সভাপতিত্বে মাদক বিরোধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়া’র উপ-পরিচালক পারভীন আখতার, দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীদুল ইসলাম, দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান, দৌলতপুর উপজেলা ভাইস চেয়ারম্যান সাক্কীর আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোয়াজ আলী, সাবেক চেয়ারম্যান মহি উদ্দিন বিশ্বাস ও বোয়ালিয়া নি¤œ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল হোসেন। ‘অন্ধকার জীবন থেকে আলোর পথে আহবান’ এমন ল্শোগান নিয়ে দৌলতপুর উপজেলা প্রশাসন মাদক বিরোধী এ সমাবেশের আয়োজন করে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও স্থানীয় সুধীজন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। মাদক বিরোধী সমাবেশে বোয়ালিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মাদকাসক্ত ব্যক্তিরা মাদক ছেড়ে সুস্থ জীবনে ফেরার অঙ্গীকার করলে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। উল্লেখ্য, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার ও দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান বিভিন্ন ইউনিয়নের বিট পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় দৌলতপুরকে মাদকমুক্ত করতে নিরলস শ্রম দিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে শতাধিক মাদকাসক্ত যুবক ও ব্যক্তি দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার-এর আহŸানে সাড়া দিয়ে মাদক ছেড়ে সুস্থ জীবনে ফিরে পরিবার নিয়ে ¯^াভাবিক জীবন যাপন করছেন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...