• আপডেট টাইম : 09/01/2023 12:28 AM
  • 323 বার পঠিত
  • শরীফুল ইসলাম কুষ্টিয়া
  • sramikawaz.com

কুষ্টিয়ায় ছেলে হত্যার দায়ে সৎ মায়ের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। ভাতের সাথে বিষ মিশিয়ে খাওয়ায়ে শাহিন (৫) নামে এক শিশুকে হত্যার দায়ে নাছিমা নামে ওই সৎ মায়ের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার দুপুর ১টার দিকে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষনা করেন। দন্ডপ্রাপ্ত নাছিমা কুমারখালী উপজেলার চরভবানীপুর গ্রামের ওস্তার আলী মৃধার মেয়ে।
আদালত সূত্রে জানা যায়, দন্ডপ্রাপ্ত আসামী নাছিমারস্বা মী বাদশা’র প্রথম স্ত্রী চম্পা খাতুন দু’টি পুত্র সন্তান রেখে মারা যান। সন্তানদের দেখাশোনা ও লালন পালনের জন্য কুমারখালী উপজেলার চরভাবনীপুর গ্রামে নাছিমাকে দ্বিতীয় বিয়ে করেন। ২০০৮ সালের ২১ সেপ্টেম্বর বাদশা কাজের জন্য মাঠে গেলে নাছিমা প্রতিহিংসা পরায়ন হয়ে তার ছোট সৎ ছেলে শাহিনকে ভাতের সঙ্গে বিষ মিশিয়ে খাওয়ান। শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশু শাহিনকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় নাছিমার বিরুদ্ধে তারস্বা মী বাদশা খোকসা থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই হাবিবুর রহমান ২০০৯ সালের ২৭ জানুয়ারী তদন্ত শেষে আদালতে চার্জশীট দাখিল করেন। আদালত দীর্ঘ শুনানীপর ¯^াক্ষীপ্রমাণ শেষে আজ এ রায় ঘোষনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...