• আপডেট টাইম : 01/01/2023 03:28 PM
  • 360 বার পঠিত
  • শরীফুল ইসলাম কুষ্টিয়া
  • sramikawaz.com

কুষ্টিয়ায় বই উৎসবে শিক্ষার্থীদের মাঝে নবই বিতরণ করা হয়েছে। আজ রোববার বেলা ১১টায় কুষ্টিয়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। জেলা শিক্ষা অফিসার মো. রমজান আলী আকন্দের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া অতিরিক্ত জেলা প্রশাসক আ. ন. ম. আবু জাফর গিফারী ও কুষ্টিয়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহা. মোজাম্মেল হক। নতুন বই পেয়ে শিক্ষার্থীরা আনন্দ উৎসবে মেতে উঠে।
অপরদিকে জেলার দৌলতপুরেও বই উৎসব পালন করা হয়েছে। এ উপলক্ষে বছরের প্রথমদিন ১লা জানুয়ারী শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। দৌলতপুর সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয় চত্বরে বই উৎসবের উদ্বোধন করেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সরওয়ার জাহান বাদশাহ্। এসময় উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার ও দৌলতপুর সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমজাদ হোসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...