• আপডেট টাইম : 25/12/2022 12:13 AM
  • 308 বার পঠিত
  • শরীফুল ইসলাম কুষ্টিয়া
  • sramikawaz.com

কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও আন্ত:জেলা ডাকাত দলের সর্দার ১০বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গোলাম রসুল ওরফে রসুল ডাকাত (৫৫) অস্ত্র ও গুলি সহ বিভিন্ন মামলা ১১জন গ্রেফতার হয়েছে। শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের গাছিরদিয়াড় উত্তরপাড়া গ্রাম থেকে শীর্ষ সন্ত্রাসী ও আন্ত:জেলা ডাকাত দলের সর্দার ১০বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গোলাম রসুল ওরফে রসুল ডাকাতকে ১টি ওয়ান শুটার গান ও ২ রাউন্ড গুলি সহ গ্রেফতার করা হয়। সে একই এলাকার মৃত পটলের ছেলে। শীর্ষ সন্ত্রাসী রসুল ডাকাতের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, হত্যা, বিস্ফোরক ও মাদক সহ ৫টি মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে। পুলিশের চোখ ফাকি দিয়ে সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। এছাড়াও একইরাতে উপজেলার বিভিন্ন এলাকায় দৌলতপুর থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানার ও মাদক সহ ১০জন গ্রেফতার হয়েছে। এসব আসামিদের মধ্যে রয়েছে বিতান (৪৮), মাসুদুজ্জামান ছোটন (২৭), মোখলেসুর রহমান (৫২), মোশাররফ হোসেন (৪৫), মুসা মন্ডল (৪৫), রাকিবুল ইসলাম বশির (৩২), মোঃ নাজমুল (২৪), বশিকুল ইসলাম (৩২), কবিরুল ইসলাম (৪৫) ও হীরা খাতুন (৩৮)।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, দীর্ঘদিন চেষ্টার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ও শীর্ষ সন্ত্রাসী গোলাম রসুলকে ১টি ওয়ান শুটার গান ও ২ রাউন্ড গুলি সহ গ্রেফতার করা হয়। এছাড়াও দৌলতপুর থানা পুলিশের পৃথক অভিযানে ৭০০গ্রাম গাঁজা সহ বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত ১০জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। জিঞ্জাসাবাদ শেষে গ্রেফতার হওয়া সকল আসামিকে আজ রোববার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...