• আপডেট টাইম : 16/12/2022 06:30 PM
  • 403 বার পঠিত
  • শরীফুল ইসলাম কুষ্টিয়া
  • sramikawaz.com

কুষ্টিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদ্যাপিত হচ্ছে। দিবসটি উপলক্ষে আজ শুক্রবার ভোর ৬টা ৪১মিনিটে সুর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুভ সুচনা হয়। এরপর কুষ্টিয়া কালেক্টর চত্বরে শহীদ ¯^ৃতিস্তম্ভে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন কুষ্টিয়া জেলা প্রশাসক মো. সাইদুল ইসলাম ও পুলিশ সুপার মো. খাইরুল আলম। এছাড়াও কুষ্টিয়া মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ¯^ৃতিস্তম্ভে ও বঙ্গবন্ধুর ভাস্কর্যে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এছাড়াও কুষ্টিয়া জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এছাড়াও জেলার দৌলতপুরে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যদিায় উদ্যাপিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুভ সুচনা। এরপর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। একই সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করা হয়। সকাল সাড়ে ৮টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর স্কুল কলেজের শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনী এবং খেলা-ধুলা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টায় বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের সংবর্ধনা দেওয়া হয়। মহান বিজয় দিবস উদযাপন কমিটির সভাপতি ও দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বারের সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য এ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্। বিশেষ অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন ও দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান। বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম ও হয়দার আলী।
সন্ধ্যায় দৌলতপুর শিল্পকলা একাডেমির আয়োজনে এবং দেশ বরেণ্য শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...