• আপডেট টাইম : 13/11/2022 06:13 PM
  • 366 বার পঠিত
  • শরীফুল ইসলাম কুষ্টিয়া
  • sramikawaz.com

কুষ্টিয়ার কুমারখালীর রেল লাইনের ওপর থেকে শাম্মী আক্তার (২০) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত তরুনী কুমারখালী পৌর এলাকার শেরকান্দি গ্রামের সাইদুল ইসলামের মেয়ে। সে টিকটক ভিডিও মেকার ছিল।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী রেলওয়ে সড়কের কুমারখালীর সদকী ইউনিয়নের দড়িমালিয়াট গ্রামের সিএমবি রেলগেট এলাকায় এক তরুরীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ ওই তরুনীর মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
পোড়াদহ রেলওয়ে থানার ওসি মো. ইমদাদুল হক জানন, খবর পেয়ে রাতে অজ্ঞাত তরুণীর মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হলে আজ রোববার দুপুরে তার পরিচয় মিলেছে। হত্যা না ট্রেনে কেটে আত্মহত্যা ময়নাতদন্তের পর তা জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...