• আপডেট টাইম : 01/11/2022 09:42 PM
  • 266 বার পঠিত
  • শরীফুল ইসলাম কুষ্টিয়া
  • sramikawaz.com

কুষ্টিয়ার কুমারখালী থানায় দায়ের করা কৃষক রেজাউল হত্যা মামলায় আপন ৫ভাইকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সেইসঙ্গে তাদের প্রত্যেককে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুর ১টার দিকে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম দুই আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষনা করেন। দন্ড প্রাপ্তরা হলেন, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মাঝগ্রাম এলাকার মৃত রহমত শেখের ছেলে উজ্জ্বল (৪৭), সেজ্জাদ ওরফে সুজাত (৪৩), সুজন (৩৮), গফুর (৬৭) ও জালাল (৫৬)। রায় ঘোষণার সময় আসামী গফুর ও জালাল আদালতে উপস্থিত থাকলেও দন্ডপ্রাপ্ত অপর ৩ ভাই পলাতক রয়েছেন। রায় ঘোষণার পর তাদের পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়। অপরদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলায় অপর ৭ আসামীকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
আদালত সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ১১ জুন রাত সাড়ে ১০টার দিকে জমি সংক্রান্ত পূর্ব শত্রæতার জের ধরে আসামীরা দেশীয় অস্ত্রে সজ্বিত হয়ে কৃষক রেজাউলকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের মামা আফিল উদ্দিন বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে কুমারখালী থানায় হত্যা মামলা দায়ের করেন।
তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা অভিযুক্ত আসামীদের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করলে আদালতের বিচারক আজ এ রায় দেন।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) এ্যাড. অনুপ কুমার নন্দী জানান, কৃষক রেজাউল হত্যা মামলায় আপন ৫ভাইকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। এছাড়াও অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলায় অপর ৭ আসামীকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...