‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘড়ে ফিরি’ এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় কুষ্টিয়াতেও বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সড়ক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ শনিবার সকাল ১০টায় কুষ্টিয়া কালেক্টর চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। কুষ্টিয়া জেলা প্রশাসন ও বিআরটিএ অফিসের আয়োজনে র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা. নাসরিন বানুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. সাইদুল ইসলাম। এসময় বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) মো. আতিকুল আলমসহ বিভিন্ন পরিবহন ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে সকালে বেলুন উড়িয়ে দিবসটির শূভ সূচনা করেন অতিথিরা।