কুষ্টিয়ার ভাদালিয়ায় ট্রাক চাপায় শফিকুল ইসলাম কালু (৪০) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ভাদালিয়া গোরস্থান এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত কালু একই এলাকার মৃত মনছুর আলীর ছেলে। তিনি পেশায় ভ্যান চালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভ্যান চালক শফিকুল ইসলাম কালু ভাদালিয়া গ্রামের রাস্তা থেকে মহাসড়কে উঠার সময় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঝিনাইদহ গামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
দূর্ঘটনার বিষয়ে কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি দেব্রত রায় জানান, ট্রাক চাপায় ভ্যান চালকের মৃত্যু হলে তার লাশ ময়না তদন্তের পর পরিবার ¯^জনের কাছে হস্তান্তর করা হয়েছে।