বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কুষ্টিয়ার দৌলতপুর শাখার আয়োজনে জাাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৯তম জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলার শরিষাডুলি বাজারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কুষ্টিয়া জেলার শাখার সভাপতি এবং আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য ড. মো. মোফাজ্জেল হক। প্রধান বক্তা ছিলেন, দৌলতপুর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আসমত আলী মাষ্টার। বিশেষ অতিথি ছিলেন, দৌলতপুর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা জান মহাম্মদ, হোগলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জাদু মোল্লা, দৌলতপুর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক জাহেরুল ইসলাম, খলিসাকুন্ডি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমীন, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কুষ্টিয়ার দৌলতপুর শাখার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কাওছার আলী বিশ্বাস, বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান এবং বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কুষ্টিয়ার দৌলতপুর শাখার সহ-সভাপতি তোফজ্জেল হোসেন হাবলু। বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য নাজিম উদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য খলিলুর রহমান, এখলাজ উদ্দিন মাষ্টার ও সাবেক ছাত্রলীগ নেতা আলাউল হক প্রমুখ। আলোচনা শেষে বিশেস দোয়া অনুষ্ঠিত হয়।