• আপডেট টাইম : 19/10/2022 05:03 PM
  • 482 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

র‌্যাব সদস্য পরিচয়ে পোশাক কারখানার শ্রমিকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন নৈশপ্রহরী মো. জাহিদ হাসান। এ ঘটনায় ভুক্তভোগী নারীর মামলা করেন। এ মামলায় জাহিদকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (১৮ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানার এমজেডএম ফ্যাক্টরি থেকে তাকে গ্রেফতার করা হয়।


জাহিদ হাসান যশোরের বাঘারপাড়া থানা এলাকার মৃত আকবর সরদারের ছেলে।

র‌্যাব বলছে, জাহিদ একজন দুর্ধর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে ডাকাতি, বোমাবাজি ও মাদক কারবারির অভিযোগ রয়েছে। নিজ এলাকায় তিনি ‘বোমা জাহিদ’ নামে পরিচিত। বাঘারপাড়া ও কোতয়ালি থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইন, বিস্ফোরক, ডাকাতি, মাদক, প্রতারণার ৯টি মামলা রয়েছে। এসব মামলায় তিনি পরোয়ানাভুক্ত।

র‌্যাব আরও জানায়, দীর্ঘদিন ধরে ছদ্মবেশে চট্টগ্রাম ইপিজেডে একটি পোশাক কারখানায় নৈশপ্রহরীর চাকরি নেন তিনি। নিজেকে নাহিদুল হাসান সজিব পরিচয় দেন। পরে নিজেকে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য ও র‌্যাব সদস্য পরিচয় দিয়ে পোশাক শ্রমিকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন।

গত ২ আগস্ট নিজের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে ওই নারীকে ঢাকায় নিয়ে আসেন তিনি। পরে একটি আবাসিক হোটেলে ওই পোশাককর্মীকে ধর্ষণ করে তার কাছে থাকা নগদ টাকা ও সোনার গহনা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় জাহিদ। এ ঘটনায় ওইদিনই রমনা থানায় একটি মামলা করেন ভুক্তভোগী।

র‌্যাব-৭-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, জাহিদ একজন চিহ্নিত ডাকাত ও সন্ত্রাসী। তার বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে। তিনি ছদ্মবেশে চট্টগ্রামের একটি পোশাক কারখানায় নৈশপ্রহরীর চাকরি নেন। ধর্ষণ মামলায় তাকে গ্রেফতার করা হয়। পরে তার আসল পরিচয় বেরিয়ে আসে।

তিনি আরও বলেন, জাহিদ আগেও দুটি বিয়ে করেছেন। যশোরে তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে। চট্টগ্রামে আরেক স্ত্রী রয়েছেন। এরপরও আরেক নারীর সঙ্গে অবৈধভাবে প্রেমের সম্পর্ক গড়ে তুলে ধর্ষণ করেছে জাহিদ।

তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...