বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি নূরুল মোহাইমীন মিল্টনের ছোট চাচা, প্রয়াত জননেতা মফিজ আলীর ছোট ভাই প্রবীণ প্রগতিশীল ব্যক্তিত্ব রেজাউল করিম ১৩ অক্টোবর সকাল ১১.৪০ টার সময় আকস্মিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে কমলগঞ্জ উপজেলার ধূপাটিলা গ্রামের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। রেজাউল করিমের আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সহ-সভাপতি মো: মোস্তফা কামাল ও সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি কবি শহীদ সাগ্নিক, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি মৌলভীবাজার জেলা কমিটির আহবায়ক ডা. অবনী শর্ম্মা, ধ্রæবতারা সাংস্কৃতিক সংসদ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক অমলেশ শর্ম্মা, মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি তারেশ চন্দ্র দাশ, মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: সোহেল মিয়া ও সাধারণ সম্পাদক মো: দুলাল মিয়া, চা-শ্রমিক সংঘের আহবায়ক রাজদেও কৈরী ও যুগ্ম-আহবায়ক শ্যামল অলমিক, স’মিল শ্রমিক সংঘের সভাপতি মো: শাহজাহান মিয়া ও সাধারণ সম্পাদক মতিউর রহমান, মৌলভীবাজার হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: শাহজাহান মিয়া। শোক বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন মাত্র ৩ দিন আগে ১০ অক্টোবর প্রয়াত জননেতা মফিজ আলীর ১৪তম মৃত্যুবার্ষিকীতে রেজাউল করিম উপস্থিত ছিলেন, বক্তব্য দিয়েছেন, নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেছেন। আর আজ তিনি নেই-এটা মেনে নেওয়া কষ্ঠকর। বড়ভাই প্রয়াত মফিজ আলীর রাজনৈতিক আদর্শের দৃঢ সমর্থক হিসেবে তিনি চা-শ্রমিক সংঘের কার্যক্রমসহ বিভিন্ন সময়ে রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। পাকিস্তান আমল থেকে প্রয়াত রেজাউল করিম প্রগতিশীল রাজনীতির একজন ঘনিষ্ট সহচর ছিলেন। কমরেড অজয় ভট্টাচার্য, কমরেড দ্বিজেন সোম, শরদিন্দু দে(বুলিদা), এড. মনিরউদ্দিন আহমদসহ প্রমূখ রাজনৈতিক নেতৃবৃন্দকে কাছে থেকে যেমন দেখার সুযোগ পেয়েছিলেন তেমনি মৃত্যুর পূর্ব পর্যন্ত রাজনৈতিক নেতৃবৃন্দকে আশ্রয় দেওয়া ও আপ্যায়ন করার ক্ষেত্রে প্রয়াত রেজাউল করিমের ভ‚মিকা কৃতজ্ঞ চিত্তে স্মরণীয়।
মৃত্যুকালে প্রয়াত রেজাউল করিমের বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্ব জন ও গুণগ্রাহী রেখে গেছেন।